শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সন্ত্রাসী হামলায় থমথমে ইউরোপ

ফিনল্যান্ডে ছুরি হামলা, নিহত দুই

প্রতিদিন ডেস্ক

স্পেনে আইএসের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার মাঝেই এবার ইউরোপের ফিনল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুরকু শহরে এক ব্যক্তি ছুরি দিয়ে লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়েছেন। হামলার এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। শহরটির পুতরি-মার্কেট স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। সিএনএনের খবরে বলা হয়, পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়েছেন। তাকে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ দাবি করেছে এটি জঙ্গি হামলা। কেন্ট সেভেনসন (৪৪) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘এক ব্যক্তি একটি বড় সাদা ছুরি নিয়ে রাস্তার মধ্যে লোকজনকে কোপাতে থাকে। ছুরিকাঘাতের শিকার একজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।’ দ্য তুরুন সানোমাত নামে স্থানীয় একটি দৈনিকের খবরে ঘটনাস্থলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার কথা বলা হয়েছে। তুরকু বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক পেট্রি ভিরোলানিয়েন সাংবাদিকদের বলেন, ঘটনার পর অন্তত ৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো রাস্তায় লাশ পড়ে থাকতে দেখার খবর দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দুইজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে ফিনিস পুলিশ। হামলায় বিশাল এক ছুরি ব্যবহার করা হয়েছে। তুরকু শহরের পুলিশ এক টুইট বার্তায় শহরটির কেন্দ্রস্থল এড়িয়ে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন। ঘটনার পরপরই হেলসিংকি বিমানবন্দর ও দেশজুড়ে রেলস্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি।  উল্লেখ্য, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুরকু। প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে জানিয়েছেন, সরকার তুরকুর পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং চলমান পুলিশি অভিযানের তদারকি করছে।

সর্বশেষ খবর