রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ দল ঘোষণা

ফিরলেন নাসির শফিউল

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। পেসার শফিউল ইসলামও সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন মুমিনুল হক সৌরভ ও মাহমুদুল্লাহ রিয়াদ। সব শেষ টেস্টে দলে থাকা রুবেল হোসেন ও শুভাশীষ রায়েরও জায়গা হয়নি। নাসির হোসেন সব শেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর সাদা পোশাকে আর খেলা হয়নি এই তারকা ক্রিকেটারের। ১৭ টেস্টে নাসির ৩৭.৩৪ গড়ে রান করেছেন। উইকেটও নিয়েছেন ৮টি। তবে সম্প্রতি ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। অনুশীলন ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই দলে ফিরলেন তিনি। শফিউল ইসলাম সব শেষ টেস্ট খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর টাইগাররা নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেললেও জায়গা হয়নি এই পেসারের। তবে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেন। পাশাপাশি চট্টগ্রামে অনুশীলন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তারই পুরস্কার হিসেবে জায়গা পেয়ে গেছেন দলে। তবে অনুশীলন ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলার পরও নির্বাচকদের মন গলাতে পারেননি ব্যাটসম্যান মুমিনুল হক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় থাকার পরও তাকে সুযোগ দেওয়া হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়াটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। যদিও সব শেষ টেস্টে তিনি খেলেননি। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করার পরও উপেক্ষিত হলেন এই তারকা ব্যাটসম্যান। মুমিনুল ও মাহমুদুল্লাহকে না নেওয়ার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা, ‘গত দেড় বছরের পারফরম্যান্সে মুমিনুলের গড় রান ভালো নয়। তবে সে আমাদের বিবেচনার মধ্যেই আছে। মাহমুদুল্লাহ তো শেষ টেস্টে ছিল না।’

নাসির ও শফিউল ছাড়া টেস্ট দলে কোনো চমক নেই। তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করবেন সৌম্য সরকার। মুমিনুলের জায়গায় তিনে খেলবেন ইমরুল কায়েস। এরপর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল। শফিউল ছাড়াও দলে রয়েছেন আরও দুই পেসার— মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিকল্প স্পিনারের কথা চিন্তা করে দলে নেওয়া হয়েছে লিটন কুমার দাসকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর