সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সম্পূর্ণ রায় না পড়ে মন্তব্য নয়

নিজস্ব প্রতিবেদক

সম্পূর্ণ রায় না পড়ে মন্তব্য নয়

মাহবুবে আলম

ষোড়শ সংশোধনী বাতিলের রায় সার্বিকভাবে পড়ে চিন্তা-ভাবনা করে সবার মতামত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, কিছু অংশ পড়ে মন্তব্য নয়। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশের বিষয়ে আপিল বিভাগে শুনানি শেষে বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায় নিয়ে আমি প্রথম থেকেই সংক্ষুব্ধ। কারণ, সবাই সংসদের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহি করতে হয়।  সেখানে বিচারপতিরা এর বাইরে থাকবেন, এটা তো হয় না। শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আরও সময় চাওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আদালতকে বলেছি, নানা কারণে পরিস্থিতি উত্তপ্ত। এজন্য শৃঙ্খলাবিধি প্রণয়নে লম্বা সময় দেওয়া হোক। তাহলে সার্বিক অবস্থা স্থিতি লাভ করবে। পরিস্থিতি উত্তপ্ত কেন এমন প্রশ্নে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের মামলার রায় নিয়ে নানা দিক থেকে নানা রকম কথা হচ্ছে, সে কারণে। সাংবাদিকরা প্রশ্ন করেন এর জন্য দায়ী কারা। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত এ বিষয়ে কাউকে দায়ী করেনি। মাহবুবে আলম বলেন, আমি তো সব সময়ই বলে আসছি, আমি নীতি-নির্ধারক নই। আমি প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সংযোগ রক্ষা করি। আমাকে দুই বিভাগের মধ্যে একটি সেতু বলা হয়। সর্বোচ্চ আদালতে শুনানিতেও বলেছি, আমার তো বসার কথা নয়, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। যদি এ রকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে আমি উদ্যোগ নেব।

সর্বশেষ খবর