সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে আগামী বুধবার সন্ধ্যায় হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে  আগামী ২৩ আগস্ট মোতাবেক হিজরি সনের ২৯ জিলকদ জাতীয় চাঁদ দেখা কমিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। ওই দিন চাঁদ দেখা গেলে  আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের      উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ খবর