সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আমাদেরও ধৈর্য ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক

আমাদেরও ধৈর্য ধরতে হবে

অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির বিধিমালা নিয়ে আলোচনার আহ্বানে সরকারের সাড়া না পেয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, বিচার বিভাগ ‘যথেষ্ট ধৈর্য’ ধরছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রধান বিচারপতির এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদেরও ধৈর্য ধরতে হবে’। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আজকে উনি কী বক্তব্য দিয়েছেন, আমি জানি না। কোনো কিছু না জেনে অন্ধকারে ঢিল ছুড়ব? আমি বক্তব্যটা আগে জেনে নিই। মাথা ঠাণ্ডা রেখে কথা বলা উচিত, কাজ করা উচিত।’ এদিকে একই স্থানে দেশজুড়ে বন্যা এবং ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়কের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এই অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ঠাণ্ডা মাথায় কমেন্ট করা উচিত।’ মন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার আগের দিনগুলোতে বৃষ্টি অব্যাহত থাকলে সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জ হবে। এতে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ হবে। গতকাল সচিবালয়ে এক ব্রিফিং-এ তিনি এমন আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাটি পানিতে ধুয়ে গেছে। এবার অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ভয়াবহতা এতটাই তীব্র যে এখন পর্যন্ত ২৩টি পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে আছে। উত্তরাঞ্চলসহ ১৮টি পয়েন্টে বেশকিছু এলাকা ওয়াশ আউট (ভেসে গেছে) হয়ে গেছে। পানিতে ডুবে থাকা পয়েন্টগুলো এই মুহূর্তে সংস্কার করা চ্যালেঞ্জিং বিষয়। ফলে ঈদের আগ মুহূর্তে আবারও বৃষ্টি হলে দুর্ভোগ ঠেকানোটাও কঠিন হবে। তিনি আরও বলেন, ‘তারপরও যদি বৃষ্টি-বাদল না হয়, আমরা আশা করছি ঈদের আগে রাস্তাগুলো ব্যবহারযোগ্য করা যাবে। বিটুমিনাস কাজ সম্পূর্ণ করতে পারব, এটা আমি বলতে পারছি না। তবে বৃষ্টি-বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুব চ্যালেঞ্জ হবে।’ ওবায়দুল কাদের বলেন. অন্যান্য বছরের মতো এবার পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ‘সড়ক ও মহাসড়কের ওপর পশুও হাট বসানোর ব্যাপারে আমাদের পরিষ্কার নির্দেশনা, কোনো পশুর হাট বসানো যাবে না। সবচেয়ে বড় পশুর হাট ভাঙ্গার মালিগ্রামে বসানো হবে না বলে নিশ্চয়তা পাওয়া গেছে। টঙ্গীতে জনপ্রতিনিধি, পৌরসভা, সিটি করপোরেশন সবাই আমাকে আশ্বস্ত করেছে মহাসড়কে তারা পশুর হাট বসাবেন না। তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না। ঈদের আগে পাঁচদিন ও ঈদের পর পাঁচদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্ট সামগ্রী, ওষুধ বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। বাড়তি ভাড়া বন্ধে বাস টার্মিনালে ভিজিল্যান্স টিম থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ২৫টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগিয়ে যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা এবারও রয়েছে। ১৫টি পয়েন্টে আইপি ক্যামেরা থাকবে। মেঘনা ও গোমতী সেতুতে চারটি বাড়টি টোল বুথ থাকবে। ট্রাকের জন্য আলাদা বুথ থাকবে। মদনপুর ও কাঁচপুরে আলাদা লেন করা হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর