সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দলে ফিরলেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

দলে ফিরলেন মুমিনুল

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নাম এখন পরাশক্তিদের সঙ্গেই উচ্চারিত হয়। কিন্তু টেস্টে এখনো অনেক পথ বাকি। অবশ্য ক্রিকেটের এই ফরম্যাটেও ধীরে ধীরে এগিয়ে চলেছে টাইগাররা। টেস্টে বাংলাদেশ দলে নির্ভরযোগ্য ক্রিকেটার হাতেগোনা। এর মধ্যে মুমিনুলের নাম অন্যতম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ঘোষিত দলে মুমিনুলের নাম না থাকায় অনেকেই তাই বিস্মিত হয়েছিলেন। তবে এক দিনও অপেক্ষা করতে হয়নি তাকে। কক্সবাজারের এই তরুণ দলে স্থান পেলেন। অবশ্য তার ফেরার পথ খুলে দিয়েছে মোসাদ্দেক হোসেনের চোখের সমস্যা। চোখের কর্নিয়ার সমস্যায় ছিটকে গেছেন অলরাউন্ডার মোসাদ্দেক। তারই স্থানে ফিরেছেন মুমিনুল হক। দেশের হয়ে সর্বশেষ টেস্টে মোসাদ্দেক ৭৫ রান করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে জয়ও পেয়েছিল বাংলাদেশ। চোখের সমস্যার কারণে তাকে এবার মাঠের বাইরেই থাকতে হবে। মুমিনুলকে দলে না নেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। ২২ টেস্টে ৪৬.৮৮ গড়ে মুমিনুল ১৬৮৮ রান করেছেন। এর মধ্যে ১১টা ফিফটি ও ৪টা সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট হিসেবে এরই মধ্যে খ্যাতি পেয়েছেন সাগরপাড়ের এই তরুণ। অবশ্য গত দুই টেস্টে খুব একটা ভালো করতে পারেননি তিনি। এ কারণেই বাদ পড়েছিলেন মুমিনুল। মোসাদ্দেকের ইনজুরি তার সামনে সুযোগ এনে দিল। দেখা যাক, এই সুযোগ মুমিনুল কতটা কাজে লাগাতে পারেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর