মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিজেকে বিলিয়েছেন চলচ্চিত্রের জন্য

ববিতা

এমন কিছু মুহূর্ত থাকে যখন আসলে অনুভূতি প্রকাশের কোনো ভাষা থাকে না। নায়করাজের মৃত্যুটা আমার কাছে এমনই। এ মৃত্যু আমার পক্ষে মেনে নেওয়া কষ্টকর। মানতে পারছি না। আসলে এই মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়। রাজ্জাক কেবল একজন ভালো অভিনেতা কিংবা পরিচালক-প্রযোজক ছিলেন তা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। আমার সহকর্মীদের মধ্যে অন্যতম সেরা একজন ছিলেন তিনি। তার বিদায়ে খুব অসহায় লাগছে। আমি বাকরুদ্ধ। একজন রাজ্জাক সম্পর্কে বলতে গেলে অল্প কথায় কিছু বলা সম্ভব নয়। দিনের পর দিন বছরের পর বছর নিজেকে চলচ্চিত্রের জন্য অকাতরে বিলিয়ে গেছেন। অসম্ভব পরিশ্রমী ছিলেন। সততা আর মেধার উত্কর্ষে জিতে নিয়েছিলেন নায়করাজের খেতাব। একজীবনে একটা মানুষ এতো কিছু করে গেছেন যে তা অল্পতে বলা সম্ভব নয়। বাংলা চলচ্চিত্র এখন একটি ভয়ঙ্কর সময় পার করছে। ঠিক এই সময়ে নায়করাজের মৃত্যুতে যে ক্ষতি হয়ে গেল সেটি আসলে কখনোই পূরণ হওয়ার নয়। তিনি বাংলা চলচ্চিত্রের অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে যেন গোটা চলচ্চিত্রাঙ্গনই অভিভাবকশূন্য হয়ে পড়েছে।

 

সর্বশেষ খবর