মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সামনে বিরাট পরীক্ষা ভয়ঙ্কর বিপদ

হুসেইন মুহম্মদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আজ আমাদের সন্ত্রাসী বলা হয়, জঙ্গি বলা হয়; কী কারণে জঙ্গি হলাম আমরা? আমরা তো আগে জঙ্গি ছিলাম না, আমার সময় তো কোনো সন্ত্রাসী-জঙ্গি ছিল না, তবে আজ কেন সন্ত্রাসী, জঙ্গির কথা বলা হচ্ছে? তিনি বলেন, এর কারণ— দেশে ইসলামী দলগুলোর মধ্যে একতা নেই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সামনে বিরাট পরীক্ষা, ভয়ঙ্কর বিপদ। যদি বাঁচতে চাই, সবাইকে এক হতে হবে। উদ্দেশ্য একটাই— ইসলাম, কৃষ্টি এবং দেশ রক্ষা করা। গতকাল রাজধানীর জাপা বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টি আয়োজিত ‘ইসলাম, মুসলিম বিশ্ব ও আমাদের করণীয়’ শীর্ষক  এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন,  নুরুল ইসলাম নুরু, জাতীয় ওলামা পার্টির নেতা কারি মো. হাবিবুল্লাহ বেলালী, মাওলানা এস এম আল জুবায়ের প্রমুখ। বন্যাদুর্গত এলাকায় খাদ্যাভাব রয়েছে অভিযোগ করে খাদ্যমন্ত্রীর সমালোচনা করে এরশাদ বলেন, খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কেজি ৫৬ টাকা হয়েছে তো কী হয়েছে? মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় ১৬০০ ডলার। এরশাদ বলেন, থাকেন তো ঢাকায়, ঢাকার বাইরে গিয়েছেন কখনো? দেখেছেন মানুষ কী অবস্থায় আছে? ’৮৮-এর বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি— আর এখন ত্রাণের জন্য হাহাকার চলছে। কিছুদিন আগে তো পচা গমও এনেছিলেন আপনি। আসন্ন নির্বাচনে দেশের আলেম-ওলামাদের নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে জাতীয় পার্টির জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ইসলামের উন্নতিতে জাতীয় পার্টির শাসনামলে ব্যাপক ভূমিকা রেখেছিলাম। আমি শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছি। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করেছি। ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছি। তিনি বলেন, আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। তারা তাদের কষ্টের কথা আমাকে জানিয়েছেন। এ দেশে আইনের শাসন নেই, বাঁচার মতো অবস্থা নেই। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। একমাত্র জাতীয় পার্টিই পারে দেশকে এই অবস্থা থেকে মুক্তি দিতে, দেশে সুশাসন কায়েম করতে। সাবেক রাষ্ট্রপতি বলেন, আপনারা সবাই একতাবদ্ধ হোন, জাতীয় পার্টির পতাকাতলে আসুন। সামনের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে।

ছাত্র সমাজের কমিটি : এদিকে মো. জামাল উদ্দিনকে সভাপতি ও মো. শাহ ইমরান রিপনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান অনুমোদন করেছেন। ছাত্র সমাজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিরুর সুপারিশক্রমে কমিটি অনুমোদন করা হয়।

সর্বশেষ খবর