মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা নওয়াজ শরিফ না

শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের রাজনীতি আর বিচার বিভাগ চলে সেনাবাহিনীর নির্দেশে। তাই বাংলাদেশে ওই রাষ্ট্রটির উদাহরণ অচল।

শামীম ওসমান গতকাল ২১ আগস্ট উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় বক্তৃতা করছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন রেণুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল মতিন মাস্টার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক কাউন্সিলর হাজী ওমর ফারুক, কাউন্সিলর আরিফুল হক হাসান, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আবদুস সামাদ বেপারী, যুবলীগ নেতা হুমায়ুন কবির ও মো. ফারুক প্রমুখ। এ ছাড়াও ছিলেন দলের অঙ্গ সংগঠনগুলোর কয়েক হাজার নেতা-কর্মী। শামীম ওসমান বলেন, জনগণের পয়সায় গড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাওয়া কেউ কেউ পাকিস্তানপ্রেমী হয়ে উদ্ভট কথাবার্তা বলছেন। দেশের মানুষ এটা বরদাস্ত করবে না। কারণ বাংলাদেশটা তো পাকিস্তান নয়। আর শেখ হাসিনাও নওয়াজ শরিফ নন। শেখ হাসিনা জাতির জনকের কন্যা। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানের মতো আইএসআই চালায় না। মনে রাখতে হবে, শেখ হাসিনা নীলকণ্ঠ হতে পারেন। বাংলার মানুষ নীলকণ্ঠ নয়। তারা তাদের নেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপস করতে জানে না। আপস করতে শেখেনি। শামীম ওসমান বলেন, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের জানা উচিত শেখ হাসিনার কর্মীরা রাজপথের অকুতোভয় সেনা। তারা যেকোনো ধরনের ষড়যন্ত্রের জওয়াব দেওয়ার ক্ষমতা রাখে। কেউ কেউ দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বহীনের মতো কথা বলছেন। তাদের ভাষা শুনে মনে হচ্ছে পল্টনে দাঁড়িয়ে বিএনপি-জামায়াতের প্রেতাত্মা কথা বলছে। শামীম ওসমান দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ২১ আগস্ট শুধু একদিন স্মরণের বিষয় নয়। ২১ আগস্ট আমাদের বার বার মনে করিয়ে দেয় যে, এদেশকে ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র বানাতে শকুনেরা এখনো তত্পর। এজন্য তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি নেতা-কর্মীদের বলেন, শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। ইনশাল্লাহ তিনি আবার ক্ষমতায় আসবেন।

সর্বশেষ খবর