মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের সঙ্গে তুলনা কাম্য নয়

নিজস্ব প্রতিবেদক


পাকিস্তানের সঙ্গে তুলনা কাম্য নয়

পাকিস্তানের বিচার বিভাগের সঙ্গে বাংলাদেশের তুলনা কাম্য নয়— এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি পাকিস্তানের সঙ্গে তুলনা দেন। পাকিস্তান তো সেনা নিয়ন্ত্রিত দেশ। বাংলাদেশেও জিয়া, এরশাদের আমলে বিচারপতিকে সামরিক সরকারের কথা মতো চলতে দেখেছি।

সচিবালয়ে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্যই ছিল বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে— এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি নিজেই তা প্রমাণ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছেন। অধিকার আদায়ের জন্য তিনি বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন। সংগ্রাম শুরুর আগেই তিনি লক্ষ্য স্থির করেছিলেন। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পরই তিনি অনুধাবন করতে পেরেছিলেন, পাকিস্তান বাঙালি জাতির জন্য সৃষ্টি হয়নি, পাকিস্তানি কাঠামোর মধ্যে বাঙালি জাতির অধিকার আদায় করা যাবে না। আদালতের দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী-বিষয়ক রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, রায়ে যে পর্যালোচনা দেওয়া হয়েছে সেখানে জাতীয় সংসদকে ছোট করা হয়েছে। আমাদের পবিত্র সংবিধানে বলা আছে, ‘সকল ক্ষমতার উত্স জনগণ। সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই মহান সংসদের সদস্য।’ এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যন (সিনিয়র সচিব) মুসফিকা ইকফাত, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর