শিরোনাম
বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আদালতের ইস্যু নিয়ে বিএনপি রঙিন স্বপ্ন দেখছে

—— ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির বলার মতো কিছুই নেই। উন্নয়নের কোনো দৃষ্টান্ত তাদের নেই। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না। সে কারণে তারা বিভিন্ন ইস্যু খুঁজছে। জনগণের সঙ্গে যে ইস্যুর সম্পর্ক নেই তারা সেটা নিয়ে মাথা ঘামায়, যদি এর থেকে কোনো ফায়দা নেওয়া যায়। এখন তাদের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আদালতের ইস্যু। আদালতের ইস্যু নিয়ে তারা রঙিন স্বপ্ন দেখছে। তাদের এ রঙিন স্বপ্ন চুপসে যাবে। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

এদিকে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গত রাতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মিথ্যাচারের মাধ্যমে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টির চক্রান্ত করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে। প্রধানমন্ত্রী একবারও বিচার বিভাগের বিরুদ্ধে বক্তব্য দেননি।’ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে তিনি এসব বলেন।

সর্বশেষ খবর