বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সাগর-রুনি হত্যা

৫০ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক

৫০ বার পেছাল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। গতকাল এ প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও র‌্যাবের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করা হয়। আবেদনে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক আগামী ৮ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক           সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। মামলাটি প্রথম তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তারপর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ?ঘাটনে ব্যর্থ হয়। পরে হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার র?্যাবকে দেওয়া হয়। ৫ বছর কেটে গেলেও র‌্যাবের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংস্থাটি আদালতের কাছে বার বার সময় চেয়ে আসছে। আদালত প্রতিবারই সময় মঞ্জুর করেছে। যুক্তরাষ্ট্রে পাঠানো কিছু আলামতের পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে মামলার রহস্য উদ?ঘাটিত হবে বলে আগে থেকে বলে আসছিলেন র?্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু সেসব প্রতিবেদন হাতে পাওয়ার পরও মামলার রহস্য উদ?ঘাটিত হয়নি।

সর্বশেষ খবর