শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিএনপি আবার ১/১১ পরিস্থিতি তৈরি করতে চাইছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি আবার ১/১১ পরিস্থিতি তৈরি করতে চাইছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় ব্যবহার করে বিএনপি আবার একটি এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে। তাদের সে সুযোগ দেওয়া হবে না।

গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) হয়তো ভাবছে, এ সরকারের রক্ষা নেই। ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত। ময়ূর সিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টেমস নদীর পার থেকে এসে ক্ষমতার ময়ূর সিংহাসনে বসার স্বপ্ন ভেঙে গেছে উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে তারা (বিএনপি) মনে করেছিল সুবর্ণ সুযোগ এসেছে। এখন বিজয় হবে, কিন্তু তাদের সে রঙিন খোয়াব আর পূরণ হলো না। আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে বলে মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে, ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলাকে সিম্পল ঘটনা বলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফের তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, একুশে আগস্টের নীলনকশা হাওয়া ভবন থেকেই হয়েছিল। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। ওই হত্যাকাণ্ডের আলামত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এক বিচারপতির নেতৃত্বে তদন্ত পরিকল্পিত নীলনকশার অংশ। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, লায়ন মুজিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর