বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র চলছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমার ভয় হয় সাম্প্রতিক সৃষ্ট পরিস্থিতিতে সরকার হয়তো এখন প্রধান বিচারপতিকে মানসিকভাবে অসুস্থ বানানোর পাঁয়তারা করবে। মানসিক রোগীর তকমা লাগিয়ে প্রধান বিচারপতির পদ থেকে সরানোর নানা ফন্দি করছে আওয়ামী লীগ।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাপ আয়োজিত দলটির সাবেক চেয়ারম্যান ও মন্ত্রী  শফিকুল গনি স্বপনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চলমান অস্থিরতা : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সব সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করেছে। কেউ যদি একটু মেরুদণ্ড শক্ত করে থাকতে চান তার বিরুদ্ধে উঠেপড়ে লাগে।’ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুম ও হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দুই দিন আগে বনানীতে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করার ধারাবাহিকতায় সরকার তাকে ধরে নিয়ে গেছে। তারা এসব আবার শুরু করেছে ষোড়শ সংশোধনীতে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে।’ তিনি গুম ও গ্রেফতার নেতা-কর্মীদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ ও জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হক।

সর্বশেষ খবর