শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাসপোর্ট ফেরত পাবেন মান্না

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্ট ফেরত পাবেন মান্না

চিকিৎসার জন্য নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দিতে অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে মান্নার এক আবেদনের শুনানি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকার মুখ্য মহানগর হাকিমের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে মান্নাকে  পাসপোর্ট ওই আদালতে জমা দিতে বলা হয়েছে। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় জামিনের শর্ত মোতাবেক আপিল বিভাগের নির্দেশে পাসপোর্ট জমা রেখেছেন মান্না। চিকিৎসার জন্য বিদেশে যেতে পাসপোর্ট প্রয়োজন জানিয়ে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

সর্বশেষ খবর