বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মানবাধিকারের চরম লঙ্ঘন গুম-অপহরণ

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকারের চরম লঙ্ঘন গুম-অপহরণ

কাজী রিয়াজুল হক

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বও রাষ্ট্রের। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। নিখোঁজদের ফিরিয়ে দিতে হবে। অপহরণ-গুমের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। মানবাধিকার কমিশনের সদস্যদের উপস্থিতিতে এক সভায় এই মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মানবাধিকার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বেলারুশের ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজের ঘটনাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিশন। এরকম বেশ কয়েকটি গুম ও অপহরণের ঘটনা সতঃপ্রণোদিত হয়ে আমলে নিয়েছে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম এবং অপহরণ হয়েছে ৫২ জন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ ধরনের অপরাধ ঘটে থাকলে তা মোটেই গ্রহণযোগ্য নয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সামাজিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেও এই ঘটনাগুলো বাড়ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর