শিরোনাম
বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফিরেছেন শামীম, খোঁজ নেই আরও তিনজনের

কানাডা থেকে ফিরেই নিখোঁজ ছাত্র

নিজস্ব প্রতিবেদক

দুই দিন পেরিয়ে গেলেও হদিস মেলেনি রাজধানীর গুলশান থেকে নিখোঁজ বেলারুশের অনারারি কনস্যুলার ও আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের। গতকাল পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি তার পরিবারের সদস্যরা। একইসঙ্গে সন্ধান মিলছে না এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদ (৪৫) এবং ধানমন্ডি থেকে নিখোঁজ কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহমেদ ফাহিমের। তবে পাঁচ দিন পর আচমকা সন্ধান মিলেছে আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদের।  সোমবার গভীর রাতে মতিঝিলের কোনো একটি জায়গায় চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিখোঁজ অনিরুদ্ধ রায়ের স্ত্রী স্বয়সতি রায় বলেন, আমি একটা অটিস্টিক সন্তানের মা। এখন আমার স্বামী নিখোঁজ। আপনারাই বুঝতে পারছেন আমার কী অবস্থা! আমি আমার সব কথা পুলিশকে জানিয়েছি। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ফিরে আসা ব্যাংকার শামীম আহমেদের স্ত্রী শিল্পী আহমেদ বলেন, শামীমকে সারাক্ষণ চোখ বেঁধে রাখা হতো। তবে খাওয়া এবং ফ্রেশ রুমে যাওয়ার সময় কেবল তার চোখ খুলে দেওয়া হতো। এর বাইরে ওর সঙ্গে আমাদের এখনো কোনো কথা হয়নি। ও ঢাকায় আমাদের এক আত্মীয়ের বাসায় রয়েছে।  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ফিরে আসা ব্যক্তির সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। তবে বাকি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কী কারণে এবং এসব অপহরণের পেছনে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ শাহাদত আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল তিনটার দিকে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় বিমানবন্দর সড়ক থেকে সৈয়দ শাহাদত আহমেদ অপহূত হন। অপহরণের সময় তার ছেলে সৈয়দ মেহেদি জামান ও কাজের লোক ছিলেন।

কানাডা থেকে ফিরেই নিখোঁজ ছাত্র : কানাডার বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণ ছুটিতে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। এ বিষয়ে তাঁর পরিবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ধানমন্ডি থেকে নিখোঁজ হন কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইশরাক আহম্মেদ (২০)। এ বিষয়ে গত রোববার তাঁর বাবা তৈরি পোশাক ব্যবসায়ী জামালউদ্দীন আহম্মেদ ধানমন্ডি থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, ইশরাক বন্ধুদের নিয়ে স্টার কাবাব এলাকায় খেতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘আমরা বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করছি ইশরাকের খোঁজ পেতে।

সর্বশেষ খবর