বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জিরো টলারেন্স থাকতে হবে

--------- আয়েশা খানম

নিজস্ব প্রতিবেদক

জিরো টলারেন্স থাকতে হবে

ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জঙ্গিদের যেমন ছাড় দেওয়ার সুযোগ নেই, তেমন ধর্ষণের ঘটনায় জড়িতদেরও কোনো ছাড় দেওয়া যাবে না। নারীকে যারা ভোগ্যপণ্য মনে করে তাদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত এ অপরাধ কমবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম। তিনি বলেন, আমাদের দেশে ধর্ষণের ঘটনায় যে ভিকটিম তাকেই প্রমাণ করতে হয় ধর্ষণ হয়েছে কি না। এই অদ্ভুত আইন পরিবর্তন করতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে অপরাধ করবে সে তো আর সাক্ষী রাখবে না। তাই যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে যে সে ধর্ষণ করেনি। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই আইন আছে। অথচ আমাদের দেশে নেই। আইন পরিবর্তনের দাবি জানিয়ে এই নারী নেত্রী বলেন, আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশন বসবে। আমাদের দাবি সেখানে এ বিষয়ে আলোচনা হোক। এ রকম একটা আইন জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর