বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা

-------- জিনাত হুদা

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা

চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা কর্মজীবী নারীদের মনে শঙ্কা তৈরি করছে। নারীদের নিরাপত্তায় আলাদা যানবাহন এবং হেল্পলাইনের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি যে কোনো কর্মক্ষেত্রে যোগদানের সময় লিখিত নেওয়া উচিত— যাতে অপরাধে জড়িত হওয়ার আগে শাস্তির বিষয়টি চিন্তায় থাকে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। তিনি আরও বলেন, উন্মুক্ত আকাশ সংস্কৃতির কারণে কুরুচিপূর্ণ উপাদান মানুষের হাতে চলে আসছে। মোবাইল এবং ইন্টারনেটের কল্যাণে এগুলো উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত— সবার হাতে পৌঁছে গেছে। ফলে এসব পর্নোগ্রাফির কুরুচিপূর্ণ উপাদান ঢুকে যাচ্ছে মানুষের আচার-আচরণে। আর এগুলোর ফলাফলে ঘটছে গণধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনা।

নারী নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে এই সমাজবিজ্ঞানী বলেন, মানুষের কুপ্রবৃত্তির হাত থেকে বাঁচতে সুস্থ সামাজিকীকরণে জোর দিতে হবে।

নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করতে হবে। যে কোনো বিপদে হেল্পলাইনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে বিরাজমান বাস্তবতা অনুযায়ী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।

সর্বশেষ খবর