বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
জঙ্গি আস্তানার বাড়ির মালিকের ছেলে

বিমান কর্মকর্তাকে সব দায়িত্ব থেকে বিরত

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান চালানোর পর ফ্লাইট সেফটি বিবেচনায় বিমানের একজন ফার্স্ট অফিসারকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাব্বির আহমেদ নামের ওই ফার্স্ট অফিসার মঙ্গলবার থেকেই বিমানের সব ধরনের কার্যকলাপ থেকে বিরত রয়েছেন বলে স্বীকার করেছেন সংস্থাটির শীর্ষ একাধিক সূত্র।

সাব্বির আহমেদের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদ মিরপুরের মাজার রোডের পাশে বর্ধনবাড়ী ভাঙা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ‘কমল প্রভা’ বাড়ির মালিক। র‍্যাব মঙ্গলবার ওই বাড়িতে অভিযান চালানোর পর আজাদকে আটক করে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেছেন, ফার্স্ট অফিসার সাব্বিরকে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। জানা যায়, আগের দিন সোমবার র‍্যাব আজাদের ছেলে ফার্স্ট অফিসার সাব্বির সম্পর্কে তথ্য পেয়ে বিমানকে অবহিত করে। এ সংবাদ নিশ্চিত হয়েই মঙ্গলবার বিমান এ ব্যবস্থা গ্রহণ করে। বিমানের জনসংযোগ শাখা জানায়, বিমানের সেফটি কনসার্ন বিবেচনায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এত বড় একটা ঘটনার পর স্বভাবতই তাকে ককপিটের দায়িত্ব দেওয়াটা নিরাপদ নয়। এদিকে বিমানের অপারেশন শাখা জানিয়েছে, সাব্বিরের বাড়িতে সোমবার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযোগ চালানোর পরপরই র‍্যাব তৎপর হয়ে ওঠে। বিমানের অপারেশন শাখায় গিয়ে র‍্যাবের তরফ থেকে এ বিষয়ে ফার্স্ট অফিসার সাব্বিরকে দায়িত্ব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘হাবিবুল্লাহ বাহার আজাদের এক ছেলে এক মেয়ে। প্রাথমিকভাবে যতটুকু জানা যায়, ছেলেটা বিমানে চাকরি করেন, আর মেয়েটা শেভরনে। আজাদকে জিজ্ঞাসাবাদ করা গেলে নিশ্চিত হওয়া যাবে তাদের কর্মকাণ্ড।’

উল্লেখ্য, বিমানের ফার্স্ব অফিসার সাব্বির আহমেদকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখার অফিস আদেশ ছড়িয়ে পড়ার পর তার সহকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তার বাসায় এমন ভয়াবহ জঙ্গি আস্তানার খবরে সহকর্মীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। একজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এমনিতেই বিমানের দুর্নাম-অপবাদের সীমা নেই, এবার এর সঙ্গে যোগ হয়েছে জঙ্গির মতো স্পর্শকাতর বিষয়।’

 

সর্বশেষ খবর