বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশকে ধন্যবাদ জাতিসংঘ মহাসচিবের

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশকে ধন্যবাদ জাতিসংঘ মহাসচিবের

মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নির্মূল অভিযানের প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ করতে দেওয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি নিউইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি মিয়ানমারের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অসহ্য যন্ত্রণা ও হতাশার শিকার প্রায় এক লাখ ২৫ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা উৎসাহব্যঞ্জক।’ এ সময় মহাসচিব আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সাম্প্রতিক হামলারও নিন্দা জানান। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই রাজ্যে দীর্ঘমেয়াদে বৈষম্য, হতাশা এবং চরম দারিদ্র্যের ব্যাপারে আমরা সবাই সজাগ রয়েছি।

 

সর্বশেষ খবর