রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারের সাফাই গাইছে সরকার

------- ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট ইস্যুতে সরকার কোনো চাপ সৃষ্টি না করে মিয়ানমার সরকারের সাফাই গাইছে। মিয়ানমার সরকারের মতো আওয়ামী লীগ সরকারও এমন গুরুতর ইস্যু ধামাচাপা দেওয়ার কৌশল নিয়েছে।

গতকাল ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সভাপতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরীন খানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। ‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ড. মোশাররফ বলেন, তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্ব দেখছে কীভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে। ড. মোশাররফ বলেন, আমরা (বিএনপি) শুধু জনগণের মনের কথার প্রতিফলন ঘটিয়ে গত শুক্রবার মানববন্ধন করেছি, এখানে নোংরামির প্রশ্নই  আসে না। আমরাই সঠিক কথা বলছি। বরং সরকার আজকে মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। তাই আমরা মনে করি সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য। মিয়ানমার সরকার যা বলছে এবং বাংলাদেশ সরকার যে সাফাই গাইছে তা কখনো সঠিক নয়। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছে তারা যাতে পরবর্তীতে মিয়ানমারের নাগরিকত্ব পায় সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়া আমরা কখনো সমর্থন করি না। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদেরও ভারতে আশ্রয় নিতে হয়েছিল। তখনো কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বলেছিল— কোনো কিছুই না, এরা (আমরা) শুধু শুধু বাংলাদেশ  থেকে পালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর