সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবারও গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের, প্রশংসা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক

আবারও রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট গতকাল এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এর আগে শুক্রবার ভিডিও কনফারেন্সে অংশ নেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের ডেপুটি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডব্লিউ প্যাট্রিক মারফি।

‘বাংলাদেশ হোস্টিং অব রোহিঙ্গা’ শীর্ষক বিবৃতিতে হিদার নুয়ার্ট বলেন, রাখাইনে ভয়াবহ সহিংসতা ও গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের ৮ সেপ্টেম্বরের রিপোর্টে বলা হয়েছে ওই সহিংসতা থেকে পালিয়ে প্রায় দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে তিনি রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। বিবৃতিতে হিদার নুয়ার্ট বলেন, গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সহিংস হামলা ও গণহারে গ্রাম পুড়িয়ে দেওয়াসহ মারাত্মক সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরপর ৮ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষণা করে, ওই ঘটনার পর বাংলাদেশে পৌঁছেছে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা। হিদার নুয়ার্ট আরও বলেন, এসব রোহিঙ্গাকে জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়ার জন্য আমরা জাতিসংঘ হাইকমিশনার ফর রিফিউজিস, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনসহ আমাদের অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতার জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে যাচ্ছি। ২০১৬ সালের অক্টোবর থেকে মিয়ানমারের ভিতরে ও বাইরে এ অঞ্চলে বাস্তুচ্যুত বিপন্ন মানুষগুলোকে মানবিক সহায়তার জন্য প্রায় ৬ কোটি ৩০ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তিনি বলেন, মানবিক এই সংকটে বদান্যতা দেখিয়ে সাড়া দেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রশংসা করি। আক্রান্ত মানুষের কাছে বাংলাদেশ সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তারও প্রশংসা করি।

সর্বশেষ খবর