বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহসহ নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজির হওয়ার তারিখ পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। এজন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহসহ অধিকাংশ মামলা হাই কোর্ট স্থগিত করেছে জানিয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করি। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ অক্টোবর ঠিক করেছে।’ খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১১টি মামলার মধ্যে ৮টি দারুসসালাম ও ২টি যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত। গতকাল ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ী থানার ১টি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে বলে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইজীবীরা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে।

সর্বশেষ খবর