বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরিবর্তন আসছে দুদকের কৌশলে

নিজস্ব প্রতিবেদক

পরিবর্তন আসছে দুদকের কৌশলে

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশন—দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কোনো কর্মপরিকল্পনাই অপরিবর্তনীয় নয়। অপরাধীদের কৌশল পরিবর্তনে কমিশনের কৌশলগত কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। আমাদের কাজের গতিধারা, ধরন, দৃঢ়তা এবং পদক্ষেপ সব সময়ই অপরাধীদের চেয়ে উন্নতর হতে হবে। তিনি গতকাল দুদকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে দুদক ও জার্মান ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড-এর যৌথ উদ্যোগে কমিশনের এক বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৭-এর ২য়       কোয়ার্টার (এপ্রিল-জুন, ২০১৭)-এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) আসাদুজ্জামান, মহাপরিচালক (তদন্ত) জাফর ইকবাল, মহাপরিচালক (মানিলন্ডারিং) আতিকুর রহমান খান, মহাপরিচালক (লিগ্যাল) মঈদুল ইসলাম, জিআইজেড এর এভি রুল অব ল প্রমিতা সেনগুপ্ত, কনসালট্যান্ট রিচার্ডস মাইলস, পার্টনারশিপ ম্যানেজার আলী রেজা প্রমুখ। সভায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, দুদকের কর্মকর্তাদের ফরোয়ার্ড ডায়েরি অনুসরণ করতে হবে। কর্মকর্তাদের কার্যক্রম যত ইতিবাচক হবে দুদকের ভাবমূর্তি তত বেশি উজ্জ্বল হবে। দুদক চেয়ারম্যান আরও বলেন, কেবল কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিকশিত করা যায়। দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, কমিশন নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে চায়। দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন জানান, দুদক এ পর্যন্ত ৬৪টি গণশুনানি বাস্তবায়ন করেছে। এ ছাড়া কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অর্থায়নে ইতিমধ্যেই ৬৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করা হয়েছে। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, দুদকের নিজস্ব হাজতখানা নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। নারী আসামি ও পুরুষ আসামিদের জন্য আলাদা হাজতখানা হবে। হাজতখানা পরিচালনার নীতিমালা ড্রাফট করা হয়েছে। কমিশনের অনুমোদন পাওয়া গেলেই চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে। এ ছাড়া দুদকের অন্যান্য অনুবিভাগের মহাপরিচালকরা তাদের নিজ নিজ অনুবিভাগের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন। জিআইজেড-এর কনসালট্যান্ট জেরি ওজ বর্ন কমিশনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, দুদকের নিজস্ব সশস্ত্র ইউনিট গঠন অভূতপূর্ব পরিবর্তন।

সর্বশেষ খবর