বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাহুল বললেন, প্রধানমন্ত্রী হতে তৈরি

রাহুল বললেন, প্রধানমন্ত্রী হতে তৈরি

কংগ্রেসের ভবিষ্যৎ কাণ্ডারি রাহুল গান্ধী। তিনি জানালেন তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত। কংগ্রেস সহসভাপতি এখন দুই সপ্তাহের আমেরিকা সফরে রয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে গতকাল শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সে অনুষ্ঠানেই সঞ্চালকের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের মুখ হতে তার কোনো আপত্তি নেই। কিন্তু তিনিই কংগ্রেসের তরফে সেই দায়িত্ব নেবেন, নাকি অন্য কেউ— সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলেও জানিয়েছেন তিনি। অসুস্থতার কারণে মা সোনিয়া গান্ধী কংগ্রেসের শীর্ষপদ থেকে অনেক দিন ধরেই সরে যেতে চাইছেন বলে ১০ জনপথসূত্রের খবর। ছেলে রাহুলের ওপর দায়িত্ব সঁপে দিতে চান সোনিয়া। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি। রাহুল বলেন, ‘মোদি সরকারের হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি ভারতের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।’ তিনি আরও বলেন, ‘পণ্য ও সেবা করের (জিএসটি) ত্রুটিপূর্ণ বাস্তবায়ন এবং গত বছরের নোট নিষিদ্ধকরণের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। এ কারণে দেশের কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষক গভীর হতাশায় পড়েছেন।’ এ সফরে তিনি যুক্তরাষ্ট্র সফররত বিভিন্ন দেশের রাজনীতিক ও চিন্তকের সঙ্গে কথা বলবেন। এনডিটিভি।

সর্বশেষ খবর