বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শরণার্থী শিবির ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিকরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও ঘুমধুম রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন ৪২ দেশের কূটনীতিক। পররাষ্ট্রমন্ত্রী  আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বিদেশি সদস্যদের নিয়ে ক্যাম্প পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে দুপুরে বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জীবন অনিশ্চিত ও অমানবিক। বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে নিজ নিজ দেশে আলোচনা করা হবে। এ সময় তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং রোহিঙ্গাদের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের বিবাদ চলছে। এটা সেই দেশের সমস্যা। মিয়ানমারের সমস্যায় এখন বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই সংকটের একমাত্র সমাধান। এ জন্য বিদেশি কূটনীতিকরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর