বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুন্সীগঞ্জে মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালীর ভিটিশিলমন্দি এলাকায় বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে খাদেম মাসুদ কোতওয়াল মাজারের দরজা খুলে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত দুই নারী হলেন আমেনা বেগম (৬০) ও তার ছোট বোন তাইজুন খাতুন (৪৫)। নিহত আমেনা বেগম সদর থানার চরঝাপটা গ্রামের মৃত খালেক মিঝির স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এই মাজারের খাদেম হিসেবে কাজ করে আসছেন। তার ছোট বোন নিহত তাইজুন খাতুন একই থানার বকচর গ্রামের কাশেম বেপারির স্ত্রী। তাইজুন খাতুন মঙ্গলবার সন্ধ্যায় মাজারে তার বোনের কাছে আসেন। এর আগেও তিনি বেশ কয়েকবার এই মাজারে এসেছেন। তাইজুন এই মাজারের একজন ভক্ত বলে জানা গেছে। ঘটনার রাতে তারা দুই বোনই মাজারে অবস্থান করছিলেন বলে জানান খাদেম মাসুদ কোতওয়াল।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সকাল ৮টার দিকে খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাজার থেকে মরদেহ       দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় মাজারের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাস্থলের আশপাশে ধর্ষণের আলামত দেখতে পেয়েছে পুলিশ, যা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পুলিশের ধারণা, তাদের হত্যা করার আগে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি ময়নাতদন্ত শেষে স্পষ্ট জানা যাবে। হত্যার কারণ সম্পর্কে তিনি জানান, মাজারে আয়ের টাকা নিয়ে অথবা ধর্ষণজনিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত ছাড়া বলা মুশকিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় মাজারের খাদেম মাসুদ কোতওয়ালসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে নিহত তাইজুন খাতুনের ছেলে কফিল উদ্দিনের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দীর্ঘদিন ধরে মাসুদ কোতওয়ালের সঙ্গে এই মাজারের জমি ও আয়ের টাকা নিয়ে তার মা-খালাদের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে তাদের খুন করা হয়েছে।

সর্বশেষ খবর