বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপিকে বাধা ত্রাণ দিতে

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কক্সবাজার থেকে

বিএনপির ত্রাণের ট্রাকগুলো আটকে দিয়েছে পুলিশ। কক্সবাজারে শহীদ মিনারসংলগ্ন জেলা কার্যালয় থেকে গতকাল বিকাল সোয়া ৩টায় ত্রাণের ট্রাক নিয়ে উখিয়ার কুতুপালং এলাকায় রওনা দেয় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ত্রাণ কমিটি। কিন্তু গাড়ি দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে শহীদ মিনারের দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। এ সময় মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ত্রাণ কমিটির নেতাদেরও বেশকিছু সময় আটকে রাখা হয়। তাদের হোটেলেও যেতে দেওয়া হয়নি। সন্ধ্যায় হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হলেও ত্রাণের ২২টি ট্রাক দলের অফিসের সামনে আটকে রাখে পুলিশ। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, অধ্যাপক. ডা. এ জেড এম জাহিদ হোসেন, মাহবুবুর রহমান শামীম, আ ক ন কুদ্দুসুর রহমান, শরিফুল আলম, হারুন অর রশীদ, জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন। আজ আবার ত্রাণের ট্রাক নিয়ে উখিয়ার উদ্দেশে যেতে পারে বিএনপির প্রতিনিধি দল। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির বিশাল ত্রাণ দেখে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। তাই বিএনপির ত্রাণ পৌঁছাতে বাধার সৃষ্টি করেছে।’ এদিকে বিকাল সাড়ে ৩টায় ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যে এই খবর পেয়ে তা উপস্থিত সবাইকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই মাত্র আমাদের কাছে খবর এসেছে কক্সবাজারে আমাদের যে কেন্দ্রীয় রিলিফ টিম ২০টি ট্রাক নিয়ে গিয়েছিল জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে তাদের উখিয়ায় প্রশাসন যেতে দিচ্ছে না, পুলিশ ট্রাক আটকে দিয়েছে। শুধু তাই নয়, কক্সবাজারে আমাদের বিএনপি অফিস পুলিশ ঘিরে রেখেছে। আমাদের শীর্ষস্থানীয় নেতারা অফিসঘরে আটকা পড়ে আছেন।’ তিনি বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে এই সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা যে বলছে তারা এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, এটা শুধু আইওয়াশ বলে প্রমাণিত হচ্ছে। যদি দাঁড়াত তাহলে তারা আজকে বিএনপির রিলিফ টিমকে উখিয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাধা দিত না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর