বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ কারা তত্ত্বাবধায়ককে

নিজস্ব প্রতিবেদক

জেল থেকে দুর্ধর্ষ আসামি মিজানুর রহমান মাতুব্বরের উধাও হওয়ার ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ককে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল আদালতের সেই আদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভারপ্রাপ্ত বিচারক জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, নারী ও শিশু মামলা-৫০০/১৫ নম্বর মামলার ১১ আসামি আদালতে হাজির থাকলেও প্রধান আসামি মিজানুর রহমান মাতুব্বরকে কারা কর্তৃপক্ষ ১০ সেপ্টেম্বর আদালতে হাজির করে নাই। কারা কর্তৃপক্ষ এই আসামিকে কেন হাজির করে নাই তার কোনো ব্যাখ্যাও দেন নাই। এটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা তার কর্তব্যকর্মে অবহেলার শামিল। কর্তব্যকর্মের এরূপ অবহেলায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৫ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া গেল।  মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে আট বছর বয়সী শিশু অপহূত হয় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে। শিশুটির বাবা তৈরি পোশাক ব্যবসায়ী ২ কোটি টাকা মুক্তিপণ দিয়ে সন্তানকে ফেরত পান চার দিন পর। এ ঘটনায় শিশুটির মামা এনায়েত উল্লাহ বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১২ দিন পর র‌্যাব অভিযান চালিয়ে ওই অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। সেই সঙ্গে উদ্ধার করে মুক্তিপণের টাকাসহ অন্যান্য মালামাল। পরে আসামি মিজানুরসহ অন্যরাও ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ খবর