বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক

সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হলেন হালিমা ইয়াকুব এবং তিনিই দেশটির প্রথম কোনো নারী প্রেসিডেন্ট। গতকাল হালিমাকে প্রেসিডেন্ট নির্বাচনের একমাত্র বৈধ প্রার্থী ঘোষণা করার পর তাকেই নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্ট প্রধানত একটি আনুষ্ঠানিক পদ; দেশটির নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। এর আগে হালিমা ইয়াকুব দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন। বহু সংস্কৃতির এই নগর-রাষ্ট্রটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় সবার অংশীদারিত্বের বোধ নিশ্চিত করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা শুধু সংখ্যালঘু মালয় সম্প্রদায়ের লোকজনের জন্য সংরক্ষিত থাকবে বলে ডিক্রি জারি করেছিল দেশটি। সিঙ্গাপুরের নির্বাচন বিভাগের দফতরে দেওয়া এক ভাষণে হালিমা বলেন, ‘এটি একটি সংরক্ষিত নির্বাচন হলেও আমি সংরক্ষিত প্রেসিডেন্ট নই, আমি সবার প্রেসিডেন্ট।’ প্রার্থী হওয়ার বিধান অনুসারে পার্লামেন্টের স্পিকার হিসেবে হালিমার অভিজ্ঞতা  থাকায় তিনি সরাসরি বৈধ প্রেসিডেন্ট প্রার্থী হন।

সর্বশেষ খবর