বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে থাকতে চায় তার দল। তিনি বলেন, আমাদের দলের নেতা-কর্মীদের গুম, খুন করলেও রোহিঙ্গা ইস্যুতে আমরা সরকারকে সমর্থন দেব। সরকারের প্রতি আমাদের দাবি— কফি আনানের প্রস্তাব অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে যেন উত্থাপন করা  হয়। প্রয়োজনে রাখাইন প্রদেশে জাতিসংঘের শান্তিবাহিনী মোতায়েন করে রোহিঙ্গাদের বসবাস নিশ্চিত করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত ‘মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, মানবতাবিরোধী অপরাধী মিয়ানমারের পণ্য বর্জনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের যেভাবে হত্যা-নির্যাতন করা হচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক এই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যখনই সরকারকে ধন্যবাদ জানান তখনই তাদের উচিত ছিল দ্রুত সব দলের সমন্বয়ে গোলটেবিল বৈঠকের আহ্বান করা।  অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু।

সর্বশেষ খবর