শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দক্ষ ব্যবহারে ৩০% জ্বালানি সাশ্রয় সম্ভব

নিজস্ব প্রতিবেদক

দক্ষ ব্যবহারে ৩০% জ্বালানি সাশ্রয় সম্ভব

অধ্যাপক ম তামিম

দক্ষ ব্যবহার করতে পারলে জ্বালানির ৩০ শতাংশ সাশ্রয় করা সম্ভব। আর দক্ষতা বাড়াতে উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যারা প্রচলিত জ্বালানির ব্যবহার থেকে বঞ্চিত। সবার জন্য জ্বালানি নিশ্চিত করতে হবে। আর জ্বালানির জন্য অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। জ্বালানির ব্যবহারে দক্ষ হলে খরচও কমানো সম্ভব। কমপক্ষে ২০ শতাংশ জ্বালানির দাম কমানো সম্ভব। পাক্ষিক সাময়িকী এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘ভবিষ্যতে টেকসই জ্বালানি’ শীর্ষক এক সেমিনারে             প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার এ সালেক সুফি। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। ম. তামিম আরও বলেন, জ্বালানির অপ্রয়োজনীয় ব্যবহার বা অপচয় কমাতে হবে। প্রাকৃতিক আলো বা জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। স্বয়ংক্রিয় যন্ত্রাংশের ব্যবহার এবং সব মিলিয়ে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সচেতন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা এখনো মানসম্মত বিদ্যুৎ পাচ্ছি না। এটা পেতে আরও কিছুটা সময় লাগবে। টেকসই জ্বালানি নিশ্চিত করতে দক্ষ জনবল লাগবে। আর দক্ষ জনবল তৈরির জন্য প্রতিষ্ঠান প্রয়োজন।

সর্বশেষ খবর