শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন দাবি এরশাদের

শফিকুল ইসলাম সোহাগ (কক্সবাজার) থেকে


মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন দাবি এরশাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ছাড়া রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে জাতিসংঘকে অনুরোধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এরশাদ গতকাল উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এর আগে এক পথসভায় তিনি জাতিসংঘ শান্তি বাহিনীর প্রয়োজনীয়তা বর্ণনা করেন। তিনি শরণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা রোহিঙ্গা নন। আপনারা আরাকানের মুসলিম অধিবাসী। হাজার বছর ধরে আপনারা ওখানে বসবাস করছেন। ওখানে নিরাপদে বসবাস করা আপনাদের জন্মগত অধিকার। আমরা আশাকরি আজ হোক কাল হোক আপনারা নিজ ভূমিতে ফিরে যেতে পারবেন। তবে এর আগমুহূর্ত পর্যন্ত যতদিন আপনারা এদেশে আছেন— বাংলাদেশের সবাই আপনাদের পাশে থাকব।’ রোহিঙ্গা শরণার্থীদের জন্য পাঁচ টাকা করে হলেও সাহায্য দেওয়ার জন্য দেশের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ এ সময় আরও বলেন, ‘রোহিঙ্গাদের খাবার নেই, মাথা গোঁজার জায়গা নেই, পেটে ভাত নেই। নারী শিশুর অবস্থা আরও খারাপ। তারা অমানবিক জীবনযাপন করছেন। এ অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। যার যা আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধে মিয়ানমান সরকারের প্রতিও আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। এরশাদ সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নেমে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান। তিনি বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে এবং রাস্তার দুই ধারে অবস্থান নেওয়া শত শত অসহায় শরণার্থীর সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ নেন। বিশেষ করে নারী ও শিশুর অবর্ণনীয় দুর্দশা দেখে এরশাদ আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার, সোলায়মান আলম শেঠ, জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোর্শেদ, খুরশিদ আরা হক, মো. ইলিয়াস, ইয়াহিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোর্শেদ মুরাদ ইব্রাহিম, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, ছাত্র সমাজের সভাপতি ইফতেখার আহসান হাসান প্রমুখ এরশাদের সঙ্গে ছিলেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের সাধ্যানুযায়ী ১০/১২ ট্রাক ত্রাণ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ত্রাণ অতি সামান্য। তবে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।’ মিয়ানমার সরকারের রোহিঙ্গা মুসলিমদের ওপর জঘন্য নিপীড়নের তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এরশাদ বলেন, অবিলম্বে এই বর্বরোচিত কার্যকলাপ বন্ধ করে দেশ ত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং তাদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নইলে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, অসহায় রোহিঙ্গাদের দুর্দশা দেখলে কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না। এই বর্বরোচিত হামলা দ্রুত বন্ধ হওয়া উচিত। তিনি রোহিঙ্গাদের সহায়তায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর