শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সরকার কার্যকর ভূমিকা পালন করেনি : মান্না

নিজস্ব প্রতিবেদক

সরকার কার্যকর ভূমিকা পালন করেনি : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে।

অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জনদল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ডা. এস এম শাহজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাম রাজনীতিক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। মান্না বলেন, এই নিষ্ঠুরতা বন্ধে উদ্যোগ নেওয়ায় জাতিসংঘ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, জাতিসংঘের আরও জোরালো ভূমিকা রাখতে হবে। যাতে আর একজন রোহিঙ্গাকেও হত্যা করা না হয়। তিনি বলেন, এখনো মহিলা এবং শিশুদের হত্যা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আমার দেশে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। চাল মজুদ নেই। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এছাড়াও জাতীয় মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থা, জাতীয় সাম্যবাদী দল, জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল, তারেক জিয়া সাইবার ফোর্স, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক পৃথক মানববন্ধন করেছে।

সর্বশেষ খবর