শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

নওয়াজ শরিফের রিভিউ খারিজ

নওয়াজ শরিফের রিভিউ খারিজ

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ চেয়ে করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে তার তিন সন্তান ও অর্থমন্ত্রী ইসহাক দারের আবেদনও খারিজ করে দিয়েছে আদালতটি। এর ফলে জাতীয় পরিষদের সদস্য হিসেবে নওয়াজের অযোগ্যতা থেকেই গেল। সেই সঙ্গে নওয়াজের তিন সন্তান হাসান, হোসেইন ও মরিয়ম নওয়াজ এবং বর্তমান অর্থমন্ত্রী ইসহাককে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর দায়ের করা দুর্নীতি মামলার মুখোমুখি হতে হবে। পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় ঘোষণা করে। রায় ঘোষণার পরপরই নওয়াজ শরিফও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। সুপ্রিম কোর্ট তার রায়ে নওয়াজ ও তার তিন সন্তান, মেয়ের জামাই ক্যাপ্টেন মোহাম্মদ সফদার ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরু করার জন্যও জবাবদিহিতা ব্যুরোকে নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আগস্টের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেন নওয়াজ শরিফ পরিবারের সদস্যরা। বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন একটি বেঞ্চে গতকাল রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে, রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের জন্য ‘হতাশাজনক’ বলে জানিয়েছেন দলটির নেতা ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আনুশা রহমান। সর্বোচ্চ আদালতের মনিটরিং জাজ যদি বিচার প্রক্রিয়া তদারকি করেন তা হলে নওয়াজ শরিফ পরিবার দুর্নীতির মামলায় জাতীয় জবাবদিহিতা ব্যুরোর আদালতেও ন্যায্য বিচার পাবে না বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। আদালতটির বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। তবে দলের আইনজীবী জাফরুল্লাহ খান বলেন, তার দল বিচার ব্যবস্থা ও দেশটির সংবিধানে বিশ্বাস রাখে। তাই রায়ের সঙ্গে একমত না হলেও তারা তা মেনে নেবে। অপরদিকে, প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রধান ইমরান খান তার ভাষায় ‘মাফিয়া শাসনের’ অবসান ঘটানোর জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। ডন নিউজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর