সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ নৈতিকতার নতুন উচ্চতায়

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ নৈতিকতার নতুন উচ্চতায়

রুশনারা আলী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী এমপি বলেছেন, রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের অবস্থান কিছুতেই গ্রহণযোগ্য নয়। তবে এক্ষেত্রে নির্যাতিত রোহিঙ্গাদের স্থান দিয়ে বাংলাদেশ নৈতিকতার দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গতকাল ঢাকায় পররাষ্ট্র দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। রুশনারা বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় ব্রিটিশ সরকার বাংলাদেশের পাশে আছে। শরণার্থীদের মানবিক সহায়তার পাশাপাশি বাংলাদেশে আগামীতে ব্রিটিশ বিনিয়োগ বাড়বে। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বিশেষত রেলের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়তে ব্রিটিশ সরকার ভূমিকা রাখতে আগ্রহী বলে জানায় রুশনারার নেতৃত্বে থাকা প্রতিনিধি দল। এছাড়া প্রতিনিধি দলের পক্ষ থেকে আগামীতে বাংলাদেশের মেগা প্রকল্পে আকর্ষণীয় এক্সপোর্ট ক্রেডিট দেওয়ার কথাও জানানো হয় প্রতিমন্ত্রীকে।

সর্বশেষ খবর