সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে তিনি বলেন, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আসুন- জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করি। রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, শহিদুল ইসলাম বাবুল, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা জাতিকে বিভক্তি করিনি। বিভক্তি চাইও না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারের উচিত অবিলম্বে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করা। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোহিঙ্গাদের সহায়তার জন্য বিএনপি গঠিত ত্রাণ বিতরণ দলের আহ্বায়ক মির্জা আব্বাস ত্রাণ নিয়ে কক্সবাজার গিয়ে দুই দিন অপেক্ষার পরও প্রশাসনের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণের অজুহাতে রোহিঙ্গাদের কাছে তা পৌঁছাতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। বিএনপির ত্রাণ বিতরণে সরকার বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের কার্যক্রম লোক দেখানো ছাড়া আর কিছু নয়। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিকভাবে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রথম দিকেই চিঠি দিয়েছিলেন। এই চিঠির মধ্যেই তিনি সরকারের প্রতি, একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন মিয়ানমার বাহিনী যেন রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করে। একইসঙ্গে মিয়নমারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে।

সর্বশেষ খবর