মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বঙ্গবন্ধুর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের এই মহানায়কের অসমাপ্ত আত্মজীবনী নতুন প্রজন্মের নেতা-কর্মীদের মধ্যে পৌঁছে দিতে হবে। সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে তার আদর্শের বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন এক বাংলাদেশ গড়ার। বহির্বিশ্বে  বঙ্গবন্ধুকে বলা হয় ফাউন্ডার ফাদার অব বাংলাদেশ। তারই নীতি আদর্শ বুকে ধারণ করে গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সেবা করতে হবে। ইতিহাসের এই মহানায়কের অবিনশ্বর চেতনা ও আদর্শ জনগণের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির স্বপ্ন ছিল দরিদ্র-নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়ন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বিশ্বে নন্দিত হয়েছেন শেখ হাসিনা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর মধ্যযুগীয় বর্বর নির্যাতনে বাংলাদেশে আশ্রিতদের পাশে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গাদের আশ্রয়ের মাধ্যমে শান্তির অনন্য দৃষ্টান্তে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বশান্তির দূত হিসেবে শেখ হাসিনা আজ বিশ্বশান্তির নেতা। গতকাল অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে টাউন হলে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী জ্যাকব এমপি এসব কথা বলেন। তার মরহুম পিতা অধ্যক্ষ নজরুল ইসলামের স্মরণসভায় চরফ্যাশন ও মনপুরা উপজেলার পাঁচ শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত অত্মজীবনী, শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সম্মাননা সনদপত্র বিতরণ করা হয়।

 

সর্বশেষ খবর