বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাজনৈতিক কারণে পাশে সরকার : খসরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানবতা বা নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে— তখন রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তার আগ পর্যন্ত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে কঠোরভাবে বাধা প্রদানসহ তাদের পুশব্যাক করা হয়েছিল মৃত্যুর মুখে ফিরিয়ে দিয়ে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরামের ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান অস্পষ্ট দাবি করে আমীর খসরু বলেন, সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি বলেন, শুরুর দিকে মানবেতর অবস্থার মধ্যেই রোহিঙ্গাদের পুশব্যাক করা হলো। তখন রোহিঙ্গাদের সন্ত্রাসী বলা হলো, কেউ কেউ মাদক পাচারকারী বলল। বিশ্ব নেতারা যখন আসছেন, ত্রাণ আসছে, বিশ্ব জাগ্রত বিবেকবান মানুষের অবস্থান যখন পরিষ্কার, তারা যখন জাতি নিধন এবং এটাকে গণহত্যা বলা শুরু করল, দেশের সব মানুষ যখন মানবতার পক্ষে, দেশ ও দেশের বাইরের চাপ শুরু হলো, তখন সরকারের সুরে পরিবর্তন এসেছে। আর তখনই মানবতাবাদী হয়ে গেল আওয়ামী লীগ। অন্যদিকে আবার খাদ্যমন্ত্রী মিয়ানমার থেকে এক লাখ আতপ চাল কিনতে যাচ্ছে। সপরিবারে সফর করেও এসেছেন দেশটি।

সর্বশেষ খবর