বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-মিয়ানমার সংলাপ চায় চীন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সংলাপ চায় চীন

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ চায় চীন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে চীন এ তাগিদ দেয়। গতকাল এক সংবাদ বিবৃতিতে এ ব্যাপারে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন চায় মিয়ানমার ও বাংলাদেশ সংলাপ এবং সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান করুক। খবর : এএফপি ও দ্য স্ট্রেইটস টাইমসের। জাতিসংঘ মহাসচিবকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের জাতীয় নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো সহিংস সন্ত্রাসী হামলা ঠেকানোর ক্ষেত্রে দেশটির প্রচেষ্টাকে সমর্থন করে চীন। তিনি আশা করেন, খুব শিগগিরই রাখাইনের ‘সংঘাতের আগুন’ নিভে যাবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে সহানুভূতিশীল এবং শিগগির সেখানে মানবিক সাহায্য পাঠাবে। উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন, সেনাঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় আর্মি অব সলভেশন রোহিঙ্গা অব আরাকান (এআরএসএ)। রোহিঙ্গা বিদ্রোহীদের এই হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

সর্বশেষ খবর