শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্থানীয়রাও চরম সংকটে

যেখানে সেখানেই শরণার্থী, স্কুল কলেজ বন্ধ, দ্রব্যমূল্য দ্বিগুণ, পুনর্বাসনে আজ নামছে সেনাবাহিনী। প্রয়োজন ২০ কোটি ডলার : জাতিসংঘ

মাহমুদ আজহার ও ফারুক তাহের, উখিয়া (কক্সবাজার) থেকে

স্থানীয়রাও চরম সংকটে

কক্সবাজারের পালংখালীতে গতকাল গাছের নিচে অবস্থান কয়েকটি পরিবারের। স্থানীয়দের বাড়ি-ঘরেও ঢুকে পড়েছেন অনেকে —রোহেত রাজীব

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়শিবির স্থাপনের কারণে পালংখালীতে নয়টি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের ছয়টিই পুরোপুরি বন্ধ। বাকি তিনটিতেও পাঠদান নেই। ভয়েও শিশুরা স্কুলে আসে না। একই অবস্থা কাসেমিয়া ও থাইংখালী উচ্চবিদ্যালয়ের। দুটি প্রতিষ্ঠানেই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন। বালুখালী ও থাইংখালী দাখিল মাদ্রাসাও এখন পুরোপুরি বন্ধ। শুধু এই কয়েকটি প্রতিষ্ঠানই নয়, কক্সবাজারের উখিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত প্রায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন পাঠদান বন্ধ প্রায়। দু-চারটি স্কুল-কলেজ খোলা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে নেই পাঠদান। ছাত্র-ছাত্রীরাও ভয়ে-আতঙ্কে স্কুল-কলেজে ঠিকমতো আসে না।

এক মাস ধরে চরম দুর্ভোগে উখিয়া, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী থেকে শুরু করে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত বসবাসকারী স্থানীয় জনগণ। নিঃশ্বাস ফেলারও জায়গা মিলছে না তাদের। শুধু রোহিঙ্গার ছড়াছড়ি। বাসাবাড়ি, আঙিনা থেকে শুরু করে সর্বত্রই রোহিঙ্গা শরণার্থীদের অবস্থানে। ছেলেমেয়ে ও পরিবার নিয়ে বাইরেও বেরোনো যাচ্ছে না। যানবাহন সংকটও চরমে। প্রতিটি জিনিসপত্রের দাম দুই থেকে তিন গুণ। তাও মাছ-মাংস, তরিতরকারি বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারই বসে না। টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত মনে হয় রোহিঙ্গাদের হাট। দীর্ঘ এক মাসে হাঁপিয়ে উঠছেন স্থানীয়রা। ৫ নম্বর কুতুপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘বলতেও পারি না, সইতেও পারি না। চরম দুর্ভোগে এলাকাবাসী। এটা বলে বোঝানো যাবে না। বাসা থেকে শুরু করে সব জায়গাই রোহিঙ্গা। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জীবনে এখন নাভিশ্বাস উঠেছে। নিম্নবিত্তরা কোনো কাজেই যেতে পারছে না। এ এলাকায় সব দ্রব্যমূল্যই এখন আকাশচুম্বী। যানবাহনও পাওয়া যায় না। এখানকার প্রতিটি পরিবারই চরম ক্ষতিগ্রস্ত।’ উখিয়া উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মহাসচিব গফুর মিয়া চৌধুরী বলেন, ‘সত্যি কথা বলতে কি, রোহিঙ্গারা আমাদের যেন কষ্ট দিতেই এসেছে। দ্রব্যমূল্যে আগুন লেগেছে। বস্তাপ্রতি চাল ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে। তাও কোনো তরিতরকারি, মাছ-মাংস পাওয়া যায় না।’

সরেজমিন কুতুপালং, বালুখালী, থাইংখালী ও পালংখালী ঘুরে দেখা গেছে, সব বাজারেই রোহিঙ্গাদের প্রাধান্য। বাজারসংলগ্ন বাসাবাড়িতেও শরণার্থীরা অবস্থান করছেন। রাস্তাঘাট, পাহাড় কিংবা সরকারি বনভূমিতেও অবস্থান নিয়ে আছেন রোহিঙ্গারা। যানবাহনে ১০ টাকার ভাড়া ২০ টাকা দিয়েও মিলছে না। উখিয়া বাজার থেকে টেকনাফ বিভিন্ন পয়েন্টে যানজট লেগেই আছে। ২০ মিনিটের রাস্তা পারাপারে লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। পালংখালী বাজারসংলগ্ন ফাতিমা জাহান নামে এক মহিলার সঙ্গে কথা হয় বাংলাদেশ প্রতিদিনের। তিনি জানান, ‘আর সহ্য করতে পারছি না। এটা বলতেও পারছি না। এই পরিবেশে বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। স্কুলে যেতে পারছে না। কাউকে বাজারে পাঠালে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। যাও পাওয়া যায়, অন্য এলাকার থেকে দাম দুই থেকে তিন গুণ বেশি। এটা যে কত দিন চলবে, তাও জানি না।’ উখিয়া, কুতুপালং, টেকনাফের শামলাপুরসহ সব বাজারই এখন রোহিঙ্গা শরণার্থীদের দখলে। খাবার দোকান, কাঁচা বাজার কিংবা হোটেলে গেলেও কোনো কিছু পাওয়া যায় না। সামুদ্রিক মাছও এখন এলাকাবাসীর কাছে দুষ্প্রাপ্য। আবার ত্রাণ দিতে আসা ব্যক্তিবিশেষরাও ভোগান্তি বাড়িয়েছেন। একটি ত্রাণবাহী গাড়ি নিয়ে এলে সেখানে আরও কয়েকটি মাইক্রো নিয়ে আসছে তারা। হাটবাজারে যেখানে সেখানে ত্রাণ দিচ্ছে। অবশ্য দুই দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। গতকালও ভ্রাম্যমাণ আদালত রাস্তা স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। মহাসড়কে ত্রাণ বিতরণ না করতে মাইকিংও করা হয়। এর পরও কেউ সড়কে দাঁড়িয়ে কেউ ত্রাণ বিতরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের সহায়তায় উখিয়া ডিগ্রি কলেজে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। সেটি পুরোপুরি বন্ধ না হলেও পাঠদানে চরম সমস্যা হচ্ছে। সকাল-বিকাল পরীক্ষা নিয়েও শেষ করতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির চাকঢালা উচ্চবিদ্যালয়েও ক্যাম্প বসিয়েছে বিজিবি। সেখানেও পাঠদান বন্ধপ্রায়। বালুখালী প্রাইমারি স্কুল, বালুখালী লতিফুন্নেসা প্রাইমারি স্কুল, রহমতের বিল প্রাইমারি স্কুল, থাইংখালী প্রাইমারি স্কুল, ফেলোকোনা প্রাইমারি স্কুল, গোড়ানিয়া প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে। তুমব্রু প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় দুটোই বন্ধ। এ ছাড়া বন্ধ রয়েছে বালুখালী কেজি স্কুল, থাইংখালী হলি চাইল্ড একাডেমি, বালুখালী ও থাইংখালী নুরানি মাদ্রাসা ও বালুখালী মহিলা হাফেজি মাদ্রাসা। জানা যায়, উখিয়া উপজেলায় মোট তিনটি কলেজ, ১৩টি উচ্চবিদ্যালয় ও ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাদ্রাসা, কেজি স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় অর্ধশত। টেকনাফেও সমসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঘিরে প্রায় সব প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। অনেক প্রতিষ্ঠান পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। কবে নাগাদ এ প্রতিষ্ঠানগুলো পুরোদমে চালু হবে তাও অনিশ্চিত বলে জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্টরা। তবে উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিয়া জানান, ‘পাঠদান পূর্ণাঙ্গভাবে বন্ধ না হলেও চরম ব্যাঘাত ঘটছে তা বলার অপেক্ষা রাখে না। পাঠদানে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করে দিতে আমরা দ্রুত চেষ্টা করছি। আশা করছি, রোহিঙ্গারা বরাদ্দ থাকা ক্যাম্পগুলোয় চলে গেলে আর কোনো সমস্যাই থাকবে না।’ উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক পলাশ বড়ুয়া জানান, ‘পাঠদানের সময়সূচি সব উলট-পালট হয়ে গেছে। বালুখালী থেকে টেকনাফ পর্যন্ত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানই পাঠদানে ক্ষতিগ্রস্ত। ছেলেমেয়েদের অনেকেই ভয়ে স্কুলে আসতে চায় না।’ এদিকে শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আজ কাজ শুরু করবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

গরমে অতিষ্ঠ রোহিঙ্গা শিবির : গতকাল তীব্র খরতাপে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গাদের রাস্তার ধারে গাছের নিচে আশ্রয় নিতে দেখা যায়। তাঁবুগুলো ছিল বেশ গরম। অনেক ছেলেমেয়েকে দেখা যায়, পাহাড়ি ঢল আসা খালগুলোয় গোসল করছে। দীর্ঘক্ষণ তারা পানিতেই অবস্থান করে। অন্যদিনের মতো ত্রাণের জন্য রাস্তায় অবস্থান নিতে দেখা যায় শরণার্থীদের। ত্রাণ নিয়ে আসা ব্যক্তি-উদ্যোক্তারা বিভিন্ন খোলা জায়গায় ত্রাণ বিতরণ করেন। এদিকে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় গতকালও আগুন লাগায় মিয়ানমার সেনাবাহিনী। কিছু কিছু এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া দিতেও দেখা যায় সেনাবাহিনীকে।

ত্রাণ বিতরণ অব্যাহত : বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও ছিল ত্রাণ বিতরণে। বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বালুখালীর হাকিমপাড়া ও পালংখালীতে চাল, ডাল, সেমাই, ত্রিপলসহ আর্থিক অনুদান প্রদান করেন। এর আগে সকালে কক্সবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভারতের শুধু কিছু ত্রাণ দিয়েই সহযোগিতা করলে হবে না, মিয়ানমারে গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে চাপ প্রয়োগেও সহযোগিতা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, যখন রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত রাজপথ মাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারে গিয়ে সে দেশের সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’ মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী অতীতেও বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনেও তারা খুব শিগগির দায়িত্ব নেবে বলেও আমি মনে করি।’ তিনি বলে, ‘শুরুতেই বিএনপির ত্রাণে সরকার বাধা দিয়েছে। এতেই বোঝা যায়, তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করতে চায়। আর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের ভয়ভীতি ঢুকিয়ে দিতে চায়, নতুন করে মামলায় ফেলতে চায়। কিন্তু এর পরও বিএনপি জাতীয় স্বার্থে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। আমরা এ ইস্যুতে কোনো রাজনীতি চাই না, চাই জাতীয় ঐক্য।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা লুত্ফর রহমান কাজল, জেলা সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা প্রকৌশলী মেসবাহউদ্দিন রাজু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

রোহিঙ্গাদের ছয় মাস রাখতে ২০ কোটি ডলার লাগবে : মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে ছয় মাসে প্রায় ২০ কোটি ডলারের প্রয়োজন হবে বলে জাতিসংঘের ধারণা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, সেনাবাহিনীর দমন অভিযানে রাখাইনে যে সংকট সৃষ্টি হয়েছে, তা দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারকে স্থবির করে দিতে পারে। জাতিসংঘের হিসাবে, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে, যাদের অনেকেই সীমান্ত পার হয়েছেন গুলির বা পোড়া জখম নিয়ে।

এদিকে যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলার পর থেকে রোহিঙ্গা গ্রামগুলোতে এই সেনা অভিযান চলছে। সেনাবাহিনী কিভাবে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে, ঘরের ভিতরে আটকে রেখে কীভাবে পুড়িয়ে মারা হচ্ছে, লুটপাট চালিয়ে কীভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে— সেই বিবরণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর