রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে তিন জেলায় নিহত ১১ জন

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে গতকাল দিনাজপুর, সুনামগঞ্জ ও নীলফামারীতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের পাঁচ উপজেলায় ৮জন, সুনামগঞ্জে ২ জন এবং নীলফামারাীতে ১ জন মারা গেছেন। দিনাজপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুর ২টার দিকে দিনাজপুরের বিরলে ও ভোররাতে চিরিরবন্দরে বজ্রপাত হলে ৪ জন কৃষি শ্রমিক ও একজন গৃহবধূর মৃত্যু হয়। এ সময় একটি গরুরও মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে কুশো চন্দ্র রায় (১৭), একই গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের স্ত্রী বণিতা রানী রায় (১৭), পার্শ্ববর্তী দিনাজপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আবদুল লতিফের ছেলে মেসের আলী (৩৬) ও একই গ্রামের মৃত মোস্তাক আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০)। আহতরা হলেন সুকুমার (৩৩), মল্লিক (২৩), রফিকুল ইসলাম (৪৫), মুক্তি (৪৫), নলিতা (৩৫), শাহানাজ (৩৩) ও জিয়াউর রহমান (৩০)। এরা সবাই দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিরিরবন্দরে বজ্রপাতে সাহিদা বেগম ওরফে শাহি (৩২) নামে গৃহবধূ নিহত হন। বিরল থানার ওসি আবদুল মজিদ জানান, গতকাল দুপুরে কয়েকজন কৃষি শ্রমিক বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের ধান ক্ষেতে ঘাস বাছাইয়ের কাজ করছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ ছাড়া দিনাজপুরের খানসামা উপজেলার দুয়ানী কাশিমনগর গ্রামের সত্যেন্দ্রনাথ রায় ছেলে বজ্রপাতে দীনবন্ধু রায় (৪০) মারা গেছেন। গতকাল সকাল ৭টার দিকে খানসামা উপজেলার জয়গঞ্জ এলাকার দুয়ানী কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যানন্দ রায় সকালবেলা গরু নিয়ে বাড়ির বাইরে গেলে পথিমথ্যে বজ্রপাতে নিহত হন তিনি। সুনামগঞ্জ প্রতিনিধি জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ও এলাকাবাসী উদ্ধৃতি দিয়ে জানান, গতকাল সকাল থেকে উপজেলায় বৃষ্টি হচ্ছিল। এ সময় কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের তাজুদ মিয়ার ছেলে সুজাত মিয়া (১৬) স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশেই বজ্রাঘাতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। অপর ঘটনাটি ঘটে একই ইউনিয়নের কামালখাল গ্রামে। ওই গ্রামের কৃষক আবদুল আহাদ (৪৫) সকালে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে বজ্রাঘাতে মারা যান তিনি। নীলফামারী প্রতিনিধি জানান, ডিমলায় বজ্রপাতে গোলজার হোসেন (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন গোলজার। সকালে জাল উঠানোর জন্য গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি মৃত. আনসার আলীর ছেলে।

সর্বশেষ খবর