রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঝাড়ু হাতে মন্ত্রী সাফ করলেন ডিসি হিল

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ঝাড়ু হাতে মন্ত্রী সাফ করলেন ডিসি হিল

ব্যাপার কী! কড়া রোদের মধ্যে মন্ত্রী এখানে ঝাড়ু দিচ্ছেন কেন? কৌতূহলীরা ভিড় জমায় নগরীর বিনোদন স্পট ডিসি হিলে। মানুষের ঝটলা দেখে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মন্ত্রী বললেন, ‘তোয়ারার হাজ তোয়ারা গরো। আর গিন আই গরি।’ (তোমাদের কাজ তোমরা কর, আমারটা আমি করছি)।

গতকাল সকালে চট্টগ্রামের অন্যতম বিনোদন স্পট ডিসি হিলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একটি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় এ দৃশ্যের অবতারণা। প্রাতঃভ্রমণকারী ও যোগব্যায়াম অনুশীলনীদের সংগঠন ‘ইয়োগা প্রভাতী’ এ কর্মসূচির আয়োজক। কর্মসূচির নাম ‘পরিচ্ছন্নতা নিজেরাই করি, কারও জন্য অপেক্ষা নয়’। গণপূর্ত মন্ত্রী ঝাড়ু দিচ্ছেন দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতায় নেমে গিয়েছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনে করেন, তাকে ঝাড়ু হাতে কাজ করতে দেখে নাগরিকরা পার্ক সাফসুতরো রাখার ব্যাপারে সচেতন হয়ে উঠবেন। তিনি বলেন, এ পার্কে প্রতিদিন সকালে শত শত মানুষ  বেড়াতে এলেও কেউ দায়িত্ব নিয়ে পরিষ্কার করার উদ্যোগ নেয়নি। অপরিচ্ছন্ন পার্ক দেখে তার খুব খারাপ লাগত। মন্ত্রী  বলেন, তাই ঝাড়ু হাতে পার্ক সাফ করার কাজে লেগে গেলাম।’ পরিচ্ছন্নতা অভিযানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছাড়াও ‘ইয়োগা প্রভাতী’র ৮১ জন এবং বেশ কিছু শ্রমিক অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে কাজ করেন তারা। এতে হিলের উত্তর প্রান্তের সিঁড়ি পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। গরমের মধ্যে ঝাড়ু দিতে গিয়ে বার বার কপাল বেয়ে ঘাম ঝরছিল মন্ত্রীর। রুমাল দিয়ে ঘাম মুছে ফের কাজে মনোযোগ দেন তিনি। মন্ত্রীর ঝাড়ু দেওয়ার সময় একের পর এক ফোন আসতে থাকে তার মোবাইল ফোনে। ব্যক্তিগত সহকারী মোবাইল ফোনটা ধরিয়ে দিতেই হাসিমুখে মন্ত্রীর উত্তর— ‘আমি এখন সুইপার। চট্টগ্রাম সিটি করপোরেশনের হয়ে বিনা বেতনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। পরে কথা বলব।’

সর্বশেষ খবর