মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পূজামণ্ডপে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

পূজামণ্ডপে সিসি ক্যামেরা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানীর সবগুলো পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপ এলাকায় সব ধরনের ব্যাগ, ধাতব বস্তু, ছুরি ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। তিনি গতকাল দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে নাশকতার বিষয়টি মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী, বনানী, রামকৃষ্ণ মিশন ও রমনাসহ রাজধানীর ২৩১টি পূজামণ্ডপকে তিন ভাগে ভাগ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তারা উৎসব পালন করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। আমরা সেটা দেব। তিনি বিসর্জনের দিন বিকাল ৩টায় বের হয়ে সময়মতো বিসর্জনের অনুরোধ জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, পূজা উপলক্ষে চুরি, ছিনতাই, মলম পার্টি ও ইভটিজারদের দৌরাত্ম্য কমাতে ১৫ দিন আগে থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। পূজা উদযাপন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে ধর্মীয় গান ছাড়া কোনো উগ্র গান বাজানো যাবে না। ঢোল তবলা পূজার অংশ, তাই এগুলো বাজবে। তবে অন্য ধর্মাবলম্বীদের যেন কোনো সমস্যা না হয়- সে জন্য নামাজ ও আজানের সময় এগুলো বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর