বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করতে চায় : কাদের

কক্সবাজার প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করতে চায়। সারা বিশ্বের দৃষ্টি যখন কক্সবাজারে তখন তারা ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছোড়ে। দেশের সংকটেও বিএনপি চেয়ারপারসন দেশে নেই। দেশে আসার কথা বলেও বার বার তারিখ পাল্টাচ্ছেন। দলের মহাসচিবও কক্সবাজার আসছেন এক মাস পর। এই প্রশ্ন জনগণ তাদের করবে।’ গতকাল সকালে কক্সবাজার শহরের গোলদীঘি পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘যুগে যুগে অশুভ শক্তির বিরুদ্ধে দেব-দেবীরা লড়াই করেছে এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বার বার জয় হয়েছে। শেখ হাসিনা অশান্তির বিরুদ্ধে লড়াই করছেন, শুধু দেশে নয় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন।’ ইতিমধ্যে রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমে শৃঙ্খলা এসেছে উল্লেখ করে তিনি দেশের জনগণ ও দেশি-বিদেশি সংস্থাগুলোর রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানান। এখন স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নে অন্তত ১০ হাজার স্যানিটারি ল্যাট্রিন প্রয়োজন বলে উল্লেখ করে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কক্সবাজারের মানুষকে উদার ও মানবিক বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কক্সবাজারের মানুষ আশ্রয় এবং খাবার না দিলে সরকারের পক্ষে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হতো। এ ছাড়া দেশের প্রত্যন্ত এলাকার মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারি সব দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ তৎপরতায় শৃঙ্খলা এনেছে। বিজিবি সর্বদা সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।’ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিৎ দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আবদুর রহমান বদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন মন্ত্রী।

সর্বশেষ খবর