বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে মোশাররফ ও বাদল বাহিনীর অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা বাহিনী ও বাদল বাহিনী তিন দিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। চাঁদা না দিলে পূজা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে। এতে করে কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আসন্ন দুর্গাপূজা তারা করতে পারবে কি না সে আশঙ্কায় ভুগছে গোটা হিন্দু সম্প্রদায়। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার নাওড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, রূপগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২২২টি গ্রামের মধ্যে নাওড়া গ্রামে তৈরি করা হয়েছে সর্ববৃহৎ পূজামণ্ডপ। ১৫ দিন আগে নাওড়া এলাকার ত্রাস চারটি হত্যাসহ ৩১ মামলার আসামি মোশারফ বাহিনীর প্রধান মোশাররফ হোসেন মোশা এবং তিনটি হত্যাসহ ২২ মামলার আসামি বাদল বাহিনীর প্রধান সফিকুর রহমান বাদল নাওড়া এলাকার পূজামণ্ডপে সশস্ত্র মহড়া দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এর প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর নাওড়া পূর্বপাড়া হরিওন মহাশ্মশান সার্বজনীন দুর্গামন্দির মাঠে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্যে রেখেছিলেন হরিওন মহাশ্মশান সার্বজনীন দুর্গামন্দিরের পূজা কমিটির সভাপতি রামগোবিন্দ বাবু, সহ-সভাপতি সুধীর সরকার, সাধারণ সম্পাদক রিপন সরকার, দিগ্বিজয়, রেখা রানী, মালতি রানী, অঞ্জনা রানী, আশাপূর্ণ, পরেশ বাবু, হরিপদ মল্লিক, গৌরাঙ্গ বাবু, জয় মল্লিক, লক্ষ্মণ বাবু, সুশেন বাবু প্রমুখ। মোশাররফ ও বাদল বাহিনীকে তাদের দাবি করা চাঁদার টাকা দিতে না পারায় তিন দিন ধরে সশস্ত্র মহড়া দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী মোশাররফ, বাদল তাদের বাহিনীর অন্যতম সদস্য মাদক ব্যবসায়ী জাহেদ আলী, বজলুর রহমান বজলু, বিধান কৃষ্ণ ওরফে ফেরাউন বিধান, মোশাররফের ভাই আলী আজগর ওরফে খুনি আজগর, বদিউজ্জামান বদি, সাখাওয়াতুল্লাহ ওরফে ইয়াবা সাখাওয়াত, আনোয়ার হোসেন ওরফে ধলকুর আনোয়ার, রুবেল ওরফে ইয়াবা রুবেল, নাজমুল ওরফে বাইট্টা নাজমুল, আব্বাস ওরফে ইয়াবা আব্বাস, আবুল ওরফে চোরা আবুল, আজিজুল্লাহ ওরফে ভেঙ্গুরাসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। মোশাররফ ও বাদল বাহিনী এলাকায় চাঁদাবাজি, নারী নির্যাতন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করলেও সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খোলে না। নাওড়া এলাকার হরিওন মহাশ্মশান সার্বজনীন দুর্গামন্দিরের পূজা কমিটির সভাপতি রামগোবিন্দ বাবু বলেন, ‘মোশাররফ ও বাদল বাহিনীর অস্ত্রের মহড়ায় আমরা নাওড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। গত বছরও এ বাহিনী আমাদের পূজামণ্ডপে হামলা করেছিল।’ এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর