বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চালের অবৈধ মজুদে খাদ্য কর্মকর্তারা

রাঙামাটি প্রতিনিধি

চালের অবৈধ মজুদে খাদ্য কর্মকর্তারা

ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, চালের অবৈধ মজুদে খাদ্য বিভাগের কর্মকর্তারা জড়িত। তিনি গতকাল রাঙামাটিতে দুদকের সমন্বিত বহুতল ভবন নির্মাণের ভিতপাথর স্থাপনের পর এক সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, চালের অবৈধ মজুদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রমাণ পাওয়া গেলে কেউ ছাড় পাবে না। রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দুদকের তিন পার্বত্য জেলার সমন্বয়ক হাজী শফিকুর রহমান ভূইয়া, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার প্রমুখ। দুদক চেয়ারম্যান বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে খুবই জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। তিনি আশা করেন আলাপ-আলোচনা আরও বাড়ানোর মাধ্যমে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো যাবে। মিয়ানমার সরকার তার রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেবে। ইকবাল মাহমুদ বলেন, পার্বত্যাঞ্চলে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয় নজরে এলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কেউই আইনের ঊর্ধ্বে নন। আইন সবার জন্য সমান। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানই আইনের অধীনে। তাই সবাইকে আইন মেনে কাজ করতে হবে।

তিনি বলেন, খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুদকের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। সব মানুষ যদি আইনসচেতন হয় তাহলে একদিন এ দেশ দুর্নীতিমুক্ত হবেই। রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ দুদকের এই ভবন নির্মাণ করছে। সভায় দুদক সচিব ড. শামসুল আরেফিন বলেন, আমরা দুদকে আসা সব অভিযোগ সমানভাবে গুরুত্ব দিই। আমাদের কাছে সবাই সমান। রাঙ্গামাটি জেলার দুদকের অফিসটি হবে তিন পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধের সহায়ক। অচিরেই এ অঞ্চলের দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম দৃশ্যমান হবে। পরে দুদক চেয়ারম্যান রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সর্বশেষ খবর