বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আন্তর্জাতিক মীমাংসা দরকার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মীমাংসা দরকার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকট কীভাবে সমাধান করা যায় তার জন্য দেশের সব মানুষের মধ্যে জাতীয় ঐক্য গঠন করে কৌশল গ্রহণ করা প্রয়োজন। এ নিয়ে জাতির সঙ্গে ঐক্য করতে চায় বিএনপি। সেই ঐক্যে আওয়ামী লীগ আসুক বা না আসুক। এ সমস্যার আন্তর্জাতিক মীমাংসা দরকার।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নোমান বলেন, ‘সরকার বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে এ ব্যাপারে কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। রোহিঙ্গা সমস্যা সহজে আপস হবে না।’ নির্যাতিত রোহিঙ্গাদের সরকার প্রথমে ঢুকতে দেয়নি এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘মিয়ানমার সরকার একদিকে অসহায় মুসলমান রোহিঙ্গাদের গুলি করে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে অন্যদিকে বাংলাদেশ সরকার প্রথম দিকে তাদের পুশব্যাক করেছে; যার ফলে ট্রলার ডুবে অনেক রোহিঙ্গা মারা গেছে।’ তিনি বলেন, ‘দেশে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন আর জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। দেশে অরাজক পরিস্থিতি চলছে। একটি গণতান্ত্রিক সরকারই কেবল এ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে পারে।’ আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর