বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় টেস্টশুরু আজ নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় টেস্টশুরু আজ নেই সাকিব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই পচেফস্ট্রুমে ২০০২ সালে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ। যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস ব্যবধানে হেরেছিলেন টাইগাররা। ব্যাটে-বলে প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে সেই দুঃসহ স্মৃতি ভুলে যেতেই মাঠে নামছেন মুশফিকরা। যদিও বাংলাদেশ দলে সেরা তারকা সাকিব আল হাসান নেই। তার পরও এই টেস্টে ভালো কিছু করার ব্যাপারে দারুণ প্রত্যয়ী অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মনে করেন, দলীয়ভাবে ভালো খেলতে পারলে ভালো ফল করা কঠিন কিছু নয়। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ভীষণ সতর্ক প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও। নিজেদের মাঠে আগের চার ম্যাচেই ইনিংস ব্যবধানে জয় পেলেও এবার প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন। তিনি মনে করেন, যে দলটি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে হারাতে পারে এবং শ্রীলঙ্কায় গিয়ে তাদের হারিয়ে দেয় তাদের হালকাভাবে নেওয়া ঠিক নয়। তা ছাড়া প্রোটিয়া কোচ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করতে যাচ্ছেন গিবসন। প্রথম অ্যাসাইনমেন্টে যাতে কোনো বিপদ না ঘটে এজন্য বেশ সতর্ক তিনি। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের সেরা বোলিং আক্রমণকে পাচ্ছে না। ডেল স্টেইন ও ভারনন ফিলান্ডার খেলতে পারবেন না— এটাই বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা। এখন দেখার বিষয়, এ সুবিধা কাজে লাগিয়ে কতটা ভালো করতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

সর্বশেষ খবর